ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২১-২০২২ অর্থ বছরে ১৪৮ কোটি টাকার মাছ রপ্তানি রয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, মোট ছয় হাজার ৩৭৬ মেট্রিক টন বরফায়িত মাছ রপ্তানি হয়। সংবাদ সম্মেলেন জানানো হয়, আখাউড়ায় চাহিদার বেশি মাছ উৎপাদিত হয় যা বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বিক্রি হয়। আখাউড়ায় বছরে চার হাজার ৭২০ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। তিন হাজার ৫৭৫ মেট্রিক টন মাছের চাহিদা মিটিয়ে এক হাজার এক হাজার ১৪৫ মেট্রিক টন উদ্বৃত্ত থেকে যায়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় সংশিøষ্টরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলেন জানানো হয়, উপজেলায় নদীর সংখ্যা তিনটি, খালের সংখ্যা তিনটি, বিলের সংখ্যা ১৩টি, প্লাবন ভূমি আটটি, পুকুরের সংখ্যা দুই হাজার ৮৭টি। উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক হাজার ৪৩০টি, মৎস্যচাষী দুই হাজার ১০৭ জন। এসময় মাছের চোরাচালান রোধ, বাজার মনিটরিং, মাছের নিরাপদ খাদ্য, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
বিগত ২০২১-২০২২ অর্থ বছরে ৬৪০ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ এবং ২২০জনকে পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।