Home রাজনীতি আওয়ামীলীগ সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী)—র গণস্বাক্ষর সংগ্রহ

আওয়ামীলীগ সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী)—র গণস্বাক্ষর সংগ্রহ

40

স্টাফ রিপোটার: আজ ২৪ ফেব্রুয়ারি বাসদ (মার্কসবাদী) ঢাকা নগর শাখার উদ্যোগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর দোয়েল চত্ত্বর, বাংলা একাডেমী ও ঢাকা বিশ্বিবিদ্যালয়ের টিএসসির মোড়ে স্বাক্ষর সংগ্রহ কর্মসুচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ৫টি দাবিনামার ভিত্তিতে এই স্বাক্ষর সংগ্রহ কর্মসুচি সারাদেশে চলছে। দাবিগুলি হলো— অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সর্বজনীন রেশনিং ব্যবস্থা ও অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা; শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করা, সরাসরি কৃষকের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করা, কৃষি ঋণ মওকুফ ও কৃষিখাতে ভতুর্কি বাড়ানো; শিক্ষা—চিকিৎসা নিয়ে ব্যবসা বন্ধ করা, স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু ও সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা; অব্যাহত নারী—শিশু নির্যাতন, ধর্ষণ—অপহরণ—হত্যা বন্ধ করা। স্বাক্ষর সংগ্রহ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা। তিনি ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক অধিকারগুলো পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গণআন্দোলন গড়ে তোলার লক্ষে বাম—গণতান্ত্রিক শক্তিসমূহকে শক্তিশালী করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। এই সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা নগর কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডাক্তার জয়দীপ ভট্টাচার্য, সীমা দত্ত, সালমান সিদ্দিকী প্রমুখ।