Home সারাদেশ কলাপাড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মাশাল মিছিল

কলাপাড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মাশাল মিছিল

23

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মশাল মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সারা দেশের ন্যায় উপজেলা শাখা এ কর্মসূচি আয়োজন করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেস ক্লাব সামনের সড়কে এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাড. নাথুরাম ভৌমিক। এ সময় কমিটির সাধারন সম্পাদক টেনসুয়ে, সহ-সভাপতি ডা: সুভাষ চন্দ্র মিত্র, মংচেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.বিনয় ভূষন রায়, অর্থ সম্পাদক বাফ্রু মাতবার, সদস্য হিরা হাওলাদার স্বপন, ,শান্তি রঞ্জন মিত্র, কাজল চন্দ্র হাওলাদার, খোকন চন্দ্র মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ধর্ম যার যার রাষ্ট্র্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। নির্বাচন প্রতিশ্রুতি বস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পতি প্রত্যার্পন আইন বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি বস্তবায়ন, সমতল আধিবাসীদের ভূমি কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন, দেবোত্তর সম্পতি সংরক্ষন আইন প্রনয়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করাসহ ঐক্য পরিষদের ১৬ দফা বাস্তবায়নের দাবী জানান।