Home বাণিজ্য ও অর্থনীতি অভিযানের পর মজুদদারা আলু বিক্রি বন্ধ করে দিয়েছে

অভিযানের পর মজুদদারা আলু বিক্রি বন্ধ করে দিয়েছে

31

ডেস্ক রিপোর্ট: ভোক্তা অধিকারের অভিযানের পর মুন্সীগঞ্জের মজুদদারা হিমাগুলোতে আলু বিক্রি বন্ধ করে দিয়েছে।মঙ্গলবার জেলার বেভিন্ন হিমাগার ঘুরে এতথ্য পাওয়া গেছে।খবর আমাদের সময় ডট কম।
অভিযোগ রয়েছে সরকারি বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করবেনা এমন সিদ্ধান্ নিয়ে আলু বিক্রি বন্ধ করে দেয় মজুদদার সিন্ডিকেট।এতে পুরো দেশের আলুর সংকট তৈরী হয়েছে বলে দাবি ভোক্তাদের।ফলে অনান্য সবজির দাম বেড়েছে কয়েকগুন।
মুন্সিগঞ্জের খুচরা বাজারে ঘুরে দেখা গেছে, বাজারে আলুর তীব্র সংকট তৈরী হয়েছে।আলু মজুদদার সিন্ডিকেট অধিক মুনাফার রোভে সরকারি নির্দেশ অমান্য করে আলু বিক্রি বন্ধ করে দেওয়ায় বাজারে এই সংকট তৈরী হয়েছে।এতে করে বাজারে অন্যান্য সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
আলু মজুদদার সিন্ডিকেটের সাথে বিএনপি ছাড়াও সরকারদলীয় আওয়ামী লীগের একাধিক নেতা জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।