Home রাজনীতি অবরোধের সমর্থনে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল

58

স্টাফ রিপোটার: গণতন্ত্র পুনরুদ্ধার, মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের রবিবার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খন্ড খন্ড মিছিল করেছে।

মহানগর দক্ষিণের কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, রমনা, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, চকবাজার, লালবাগ, শাহবাগ, সূত্রাপুর, গেন্ডারিয়া , ওয়ারী, মতিঝিল, পল্টন, শাহজাহানপুর থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল করে। এসময় পুলিশ ও আওয়ামী লীগ হামলা চালায় এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হোন।

শ্যামপুর-কদমতলীথানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে জুরাইন এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে ।মিছিলটি ধোলাইপার, মীর হাজিরবাগসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

রমনা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর ইস্কাটন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে। এসময় স্থানীয় যুবলীগ মিছিলে হামলা চালায় এতে তিনজন আহত হোন।

যাত্রাবাড়ী-ডেমরা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে এবং যাত্রাবাড়ী, ডেমরা, মাতুয়াইল, কাজলা এলাকায় পিকেটিং করে।

মতিঝিল থানার ফকিরের পূল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে বিএনপি ও অংগসংগঠনের থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দ। কমলাপূর আইসিসি এলাকায় বিএনপিরসহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: পারভেজ রেজা কাকনের নেতৃত্বে আরেকটি মিছিল বের করে মতিঝিল থানার নেতাকর্মীরা।

গেন্ডারিয়া-সূত্রাপূর-ওয়ারী-কোতয়ালী-বংশাল এলাকার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে টিকাটুলি, ইত্তেফাক মোড় এবং রামকৃষ্ণ মিশন রোডে।

বিজয়নগর ও শাহজাহান পুরে ছাত্রদল পুর্বের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে মহানগর বিএনপির নেতারা নেতৃত্ব দেন।

ধানমন্ডি-কলাবাগান ও নিউমার্কেট থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডি এলাকার জিগাতলা ও রাসেল স্কয়ারে মিছিল করে।

লালবাগ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী কেল্লার মোড়ে মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

চকবাজার থানা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে চকবাজার এবং নাজিমুদ্দিন রোডে বিক্ষোভ মিছিল করে।