Home রাজনীতি অবরোধের সমর্থনে পল্টনে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

অবরোধের সমর্থনে পল্টনে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

26

স্টাফ রিপোটার: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৯ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের নেতা-কর্মীরা দীর্ঘক্ষণ অবরোধের স্বপক্ষে বিভিন্ন স্লোগান সহকারে মিছিল অব্যাহত রাখলে দৈনিক বাংলা মোড় থেকে পুলিশ মিছিলের ওপর হামলা চালায়। পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, আল মামুন, সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, সোহাগ চৌধুরী, সাকিব সরকার মাসুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রাকিব হোসেন খান, সুলতানা আক্তার মিম, মশিউর রহমান, নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, শাহাদাত হোসেন মানিক,সহ সাধারণ সম্পাদক শামীম শেখ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহীন আল মাহমুদ, সম্পাদক জাকির হোসেন, সম্পাদক আকরাম হোসেন টুটন,সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সম্পাদক আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহম্মেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, মেহেদী হাসান আবির, আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন,শামছুল আলম খান সোয়েব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের জামিল সিদ্দিকী, টগর প্রধান, মোঃ রাসেল, জাহিদ হোসেন ফাহিম, হাম্মাদুর রহমানসহ প্রায় শতাধিক বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।