Home জাতীয় Training on Capacity Building on Research: Fundamentals of Research Methodology শীর্ষক প্রশিক্ষণ...

Training on Capacity Building on Research: Fundamentals of Research Methodology শীর্ষক প্রশিক্ষণ শুরু

136

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে সামগ্রিক দক্ষতা ও সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে চলমান বিভিন্ন প্রশিক্ষণের অংশ হিসেবে আজ “Training on Capacity Building on Research: Fundamentals of Research Methodology” শীর্ষক তিনদিনব্যাপি প্রশিক্ষণ আজ সংসদ সচিবালয়ে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২০(বিশ) জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহায়তায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে, এম আব্দুস সালাম। উদ্বোধনকালে তিনি বলেন, Research Methodology ট্রেনিং একটি অনন্য ও অত্যাবশ্যকীয় বিষয়। এর মাধ্যমে স্মার্ট, বুদ্ধিমান এবং সুদক্ষ অফিসার তৈরী করা সম্ভব। গবেষণাকর্মে সরকারের অনেক বিনিয়োগ রয়েছে। তাই এর উপর গুরুত্বরোপ করতে হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা লাভ করবে।

তিনি আরো বলেন, জাতীয় সংসদ সচিবালয়কে সম্পূর্ণভাবে ই-পার্লামেন্টে রুপান্তরিত করার চলমান প্রক্রিয়ায় মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর দূরদর্শী, প্রাজ্ঞ ও কার্যকরী পরিকল্পনা এবং নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জাতীয় সংসদ সচিবালয়ের ফাইন্যান্স, প্ল্যানিং এন্ড পাবলিক রিলেশন্স অনুবিভাগ প্রধান এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন টিমের প্রধান অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়াল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সরকারের তিনটি বিভাগের মধ্যে জাতীয় সংসদ খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে জাতীয় সংসদ সচিবালয়ের ধারাবাহিক অর্জনও অনেক। জাতীয় সংসদের এই অর্জনকে বিশ্লেষন করে ভবিষ্যৎ কর্মপন্থার দিকে এগিয়ে যেতে হবে এবং দক্ষ জনবল সৃষ্টি করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মার্গা পিটারসন ও কিশোর আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।