Home শিক্ষা ও ক্যাম্পাস ৭ মার্চে শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

৭ মার্চে শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

780

বোরহান উদ্দীন: বাঙালি জাতির জীবনে ৭ মার্চ একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে গর্জে উঠেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠ। এদিন জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন তিনি। তার এ ভাষণে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনে। ঐতিহাসিক এই ৭ই মার্চ উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও শিক্ষা ছড়িয়ে দিতে তরী স্কুলের শিশুদের মাঝে গল্পে গল্পে বঙ্গবন্ধু’ নামে ব্যতিক্রমী
সেশনের আয়োজন করেন উদীয়মান বঙ্গবন্ধু গবেষক আশেক মাহমুদ সোহান।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে তরী চত্বরে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়৷ সেশনে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ আয়োজনে সূচনা বক্তব্য রাখেন তরী স্কুলের সম্পাদক রিসান হাবিব। শৈশব-কৈশোরে বঙ্গবন্ধু ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে নানা দিক উপস্থাপন করেন আশেক মাহমুদ সোহান। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করে তরী স্কুলের শিক্ষার্থী তাসনুভা। সবশেষে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়৷

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু গবেষক আশেক মাহমুদ সোহান বলেন, বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের জীবন আমাদের সবার জন্য এক শিক্ষনীয় দৃষ্টান্ত৷ তার সংগ্রামমুখর জীবনের শিক্ষা জাহাঙ্গীরনগর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে শিশুদের সবার কাছে পৌছে দিতে চাই। অচিরেই বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রকাশনা বের করার পরিকল্পনা আছে৷

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আমাদের এ আয়োজনের উদ্দেশ্য হলো তোমরা যাতে বঙ্গবন্ধুকে চিনতে পারো। তার জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো, তোমরা আজকে দেশের পতাকা একসাথে ধরে বিজয়োল্লাস করো, বাংলাদেশের নাগরিক হয়েছেও এটা কার অবদান সেটা জানতে হবে। আমাদের বঙ্গবন্ধু যেভাবে দেশকে এগিয়ে নিয়েছেন সেটা গল্পে গল্পে শিখতে হবে৷ তোমাদের শত কষ্ট হলেও বড় হতে হবে। আমরা চাই এ বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা সব জায়গায় ছড়িয়ে যাক।

এসময় তরী স্কুলের সভাপতি জহিরুল ইসলাম ও তরী স্কুলের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।