Home জাতীয় উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

30

উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: ব্যাপক আয়োজনে উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় সাতলা ওয়াপদা বালুর মাঠে দিনব্যাপি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়লাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী কমিটি ও সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরÿিত মহিলা আসন ৩২৮ এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মিজানুর রহমান সবুজ এর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ-আল-হাসান, সাংগঠনিক রিপোর্ট করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার, বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খায়রুল বাশার লিটন, বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি পদে খাইরুল বাশার লিটন, মোঃ দেলোয়ার হোসেন, মোনাফসের হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ওমর ফারুক, আলমগীর হোসেন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিন হাওলাদার, ইদ্রিস সরদার, আনোয়ার হোসেন বালী, নিকুঞ্জ বালা পলাশ, মোঃ ইয়ার হোসেন, রুহুল আমিন বালী, মনিরুজ্জামান বিশ্বাস, রুহুল আমিন সরদার তাদের স্ব স্ব প্রার্থীতা ঘোষনা করেন। ওদিন বেলা ১১টায় ব্যাপক শোডাউন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে খাইরুল বাশার লিটন ও শাহিন হাওলাদার পৃথক পৃথক মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হলে সভা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে সম্মেলন জনসমুদ্রে রূপ নেয়।