Home সারাদেশ ৭০ বছর পুড়নো মন্দিরে শৌচাগার উদ্বোধন করলেন: মেয়র মোস্তাফিজুর

৭০ বছর পুড়নো মন্দিরে শৌচাগার উদ্বোধন করলেন: মেয়র মোস্তাফিজুর

64

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ঐতিহ্যবাহী হাট খোলা দূর্গা ও কালী মন্দির সংলগ্ন ঐতিহাসিক হরি বাসরের আঙ্গিনায় ৭০ বছর পুরাতন মন্দিরে ২৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় পুরুষ ও মহিলা যৌথ শৌচাগার উদ্বোধন করেন রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হরিবাসর কমিটির সভাপতি নারায়ন বসাক, সম্পাদক দানেশ বসাক, দুর্গা ও কালী মন্দির কমিটির সভাপতি সুমন মল্লিক, সম্পাদক সুব্রত কারক, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোহাম্মদ বিপ্লব,
আরো উপস্থিত ছিলেন, উদয় শর্মা, কৃষ্ণ মন্ডল, অসীম মন্ডল, ভাস্কর কারক, পরিতোষ কারক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ মন্দির ও হরিবাসর কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।
সকলের সামনে ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজুর রহমান, তিনি বলেন ৭০ বছর পুরনো মন্দিরে শৌচাগার না থাকায় পৌরসভার এডিবি’র বরাদ্দ থেকে এটি করা হল।