Home সারাদেশ ৬ মাসেও গ্রেফতার হয়নি ফুলতলার কলেজছাত্র হত্যাকান্ডের প্রধান ২ আসামী, মানববন্ধন ও...

৬ মাসেও গ্রেফতার হয়নি ফুলতলার কলেজছাত্র হত্যাকান্ডের প্রধান ২ আসামী, মানববন্ধন ও ফলক উন্মেচন

22

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সর্বোচ্চে শাস্তি কার্যকরের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় এলাকাবাসী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও কলেজের উদ্যোগে শহীদ সৈয়দ আলিফ রোহানের জন্মদিন উপলক্ষে কলেজ প্রাঙ্গনে একটি স্মৃতিস্তম্ভের ফলক উন্মেচন করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, নিহতের পিতা সৈয়দ আবু তাহের, মাতা মোসাঃ রাবেয়া আক্তার, কলেজের সহকারী অধ্যাপক ফিরোজা আক্তার বানু, মোঃ জাকির হোসেন খাঁন, মোঃ শহিদুল ইসলাম, ফুটলাল দত্ত, গাজী মামুনুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, গত ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন। গত ৬ মাসে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকান্ডের সাথে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মামলার এজাহারভুক্ত প্রধান ২ আসামী ফুলতলা এম এম কলেজের ছাত্রলীগের বহিষ্কৃত সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শান্ত গাজী ও ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হাসনাত।