Home সারাদেশ ৬৮ স্পটে বসছে সিসি ক্যামেরা

৬৮ স্পটে বসছে সিসি ক্যামেরা

27

রাজধানীতে বেড়েছে ছিনতাই

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে বাড়ছে ছিনতাই। রাতে বা প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করছে। গত ৪ মাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঢাকায় নিহত হয়েছে ৪ জন। ঢাকার ৫০টি থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলার পরিসংখ্যান উল্লেখ করা হলেও এর সংখ্যা অনেক বেশি হবে। অনেকেই ভুক্তভোগী আইনি জটিলতা এড়াতে থানায় অভিযোগ দিতে যান না। আবার অনেকেই জিডি করে চলে যান।
বেপরোয়া ছিনতাইকারীদের ঠেকাতে পুলিশ নানামুখী উদ্যোগ নিলেও দিন দিন ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ছে। ছিনতাইকারীদের ঠেকাতে রাজধানীর ছিনতাই স্পটগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো, টহল জোরদার করা, এলাকাওয়ারি ছিনতাইকারীদের তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযান চালানোসহ নানামুখী উদ্যোগ নিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ঢাকায় ছিনতাইকারীদের আগের মতো দৌরাত্ম্য নেই। যারা এই অপকর্ম করছে তাদের আনা হচ্ছে আইনের আওতায়। স্পটগুলোতে ছিনতাই ঠেকাতে ঢাকার বিভিন্নস্থানে ৬৮টি স্পটে বসছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) একেএম হাফিজ আক্তার রাসেল জানান, ‘ছিনতাইকারীদের দৌরাত্ম্য আগের চেয়ে কমে এসেছে।’ সরজমিন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত হলেই সক্রিয় হচ্ছে ছিনতাইকারীরা।

রাজধানীতে বাড়ছে ছিনতাই। রাতে বা প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করছে। গত ৪ মাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঢাকায় নিহত হয়েছে ৪ জন। ঢাকার ৫০টি থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলার পরিসংখ্যান উল্লেখ করা হলেও এর
সংখ্যা অনেক বেশি হবে। অনেকেই ভুক্তভোগী আইনি জটিলতা এড়াতে থানায় অভিযোগ দিতে যান না। আবার অনেকেই জিডি করে চলে যান।
বেপরোয়া ছিনতাইকারীদের ঠেকাতে পুলিশ নানামুখী উদ্যোগ নিলেও দিন দিন ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ছে। ছিনতাইকারীদের ঠেকাতে রাজধানীর ছিনতাই স্পটগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো, টহল জোরদার করা, এলাকাওয়ারি ছিনতাইকারীদের তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযান চালানোসহ নানামুখী উদ্যোগ নিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ঢাকায় ছিনতাইকারীদের আগের মতো দৌরাত্ম্য নেই। যারা এই অপকর্ম করছে তাদের আনা হচ্ছে আইনের আওতায়। স্পটগুলোতে ছিনতাই ঠেকাতে ঢাকার বিভিন্নস্থানে ৬৮টি স্পটে বসছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) একেএম হাফিজ আক্তার রাসেল জানান, ‘ছিনতাইকারীদের দৌরাত্ম্য আগের চেয়ে কমে এসেছে।’ সরজমিন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত হলেই সক্রিয় হচ্ছে ছিনতাইকারীরা।
মানবজমিন