Home জাতীয় শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

54

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন ও হেল্থ কার্ড নিশ্চিত করা,আবাসন সংকট নিরসন, শিক্ষা জীবন নিশ্চিত করতে বৃত্তি প্রদান করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার (৭ জুন ২০২১) দুপুরে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলি পাল। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি পিনাক দেব ও সাধারণ সম্পাদক সুমন কান্তি দাস, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সজীব চন্দ্র, শ্রীমঙ্গল উপজেলা সংসদের সাবেক সভাপতি সিমান্ত পাল, সভাপতি প্রশান্ত কৈরি, সাধারণ সম্পাদক রনি সরকার, সাংগঠনিক সম্পাদক বিহান আহমেদ, সহসাধারণ সম্পাদক মিলি রায়,কোষাধ্যক্ষ স্বাধীন দেব, স্কুল বিষয়ক সম্পাদক আবির চক্রবর্তী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রূপা রায়, দ্বারিকাপাল মহিলা কলেজের শিক্ষার্থী তনুশ্রী দেব, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী অর্পিতা রায়, রানু আক্তার ও সীমা আক্তার প্রমূখ।