Home জাতীয় ৩শ আসনে ২৭৪১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

৩শ আসনে ২৭৪১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

22

স্টাফ রিপোটার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়য়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা ৪টা পর্যন্ত ৩শ আসনে ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩০টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ গ্রহণ করছেন।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নির্বাচনের অংশ নেওয়ার জন্য তফসিলের সময়সীমা বর্ধিতকরনের সুযোগ নেই ।
এবারের নির্বাচনে অংশ গ্রহণেনর জন্য ৩০টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনে অংশ নেওয়া দলগুলো মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, তৃণমুল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, মুক্তিজোট, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, আওয়ামীলীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও ইসলামী ঐক্যজোট।
১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাছাই-বাছাই হবে। প্রার্থীতা প্রত্যাহের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত প্রচার প্রচারনা চালাতে পারবেন। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।