Home জাতীয় ২০ এপ্রিল ঈদের পূর্বে বেতন-ভাতা পরিশোধের দাবি স্কপের

২০ এপ্রিল ঈদের পূর্বে বেতন-ভাতা পরিশোধের দাবি স্কপের

33

ডেস্ক রিপোর্ট: ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০ টায়, স্কপ যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর যুগ্ম সমন্বয়ক কামরুল আহসানের সঞ্চালনায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা স্কপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মোহাম্মদ জাফর, সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঙ্ঘের সভাপতি হাবিব উল্লাহ, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম আরা, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার , সাধারণ সম্পাদক বাদল খান, জাতীয় শ্রমিক লীগের কার্যকারী সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ।
সভায় মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে শ্রমিকদের জীবনমানের অবনমন, ট্রেড ইউনিয়ন অধিকার সংকোচন, প্রাতিষ্ঠানিক শ্রম খাতের বিলোপসহ শ্রমিকদের বিদ্যমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা খেকে ঈদের পূর্বে বেতন-বোনাস এর দাবিতে ২০ এপ্রিল ও মহান মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করার এবং ঈদের পরে দ্রুততম সময়ে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাসহ ৯ দফা বাস্তবায়ন ও বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবিতে কর্মসূচী গ্রঞণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা থেকে পরবর্তী মেয়াদে যুগ্ম-সমন্বয়কের দায়িত্ব বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট পালন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল আগামী ডিসেম্বর ২০২২ পর্যন্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম-সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন বলে ঘোষিত হয়।