Home শিক্ষা ও ক্যাম্পাস ক্যাম্পাসে প্রথমবারের মতো রিক্সা ভাড়া নির্ধারণ করলো নোবিপ্রবি

ক্যাম্পাসে প্রথমবারের মতো রিক্সা ভাড়া নির্ধারণ করলো নোবিপ্রবি

50

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) ক্যাম্পাসের ভিতরে প্রথমবারের মতো রিক্সা ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার(১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলচত্ত্বর/প্রধান ফটক থেকে যে কোনো জায়গায় (হল, একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার, মসজিদ, লাইব্রেরি) কিংবা যে কোনো জায়গা থেকে গোলচত্ত্বরে/প্রধান ফটকে ন্যূনতম ভাড়া ১০ টাকা (সর্বোচ্চ ০২ জন)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,০২ জনের অধিক যাত্রীর ক্ষেত্রে জনপ্রতি ১৫ টাকা হারে বাড়তি ভাড়া দিতে হবে অর্থাৎ ০৩ জন হলে ১৫ টাকা, ০৪ জন হলে ২০ টাকা দিতে হবে।এই নির্দেশনার ব্যতিক্রম হলে নোবিপ্রবি প্রশাসনকে জানানোর নির্দেশ দেয়া হলো।