ডেস্ক রিপোর্ট: ৫৬ বছর বয়সী তুরস্কের বাসিন্দা প্রৌঢ় মুজাফফর কায়াসন এ পর্যন্ত ৭৮ বার করোনা পজিটিভ হয়েছে। ২০২০ সালের পর থেকে টানা ১৪ মাস তিনি হাসপাতালে এবং পরবর্তিতে করোনার তীব্রতা কিছুটা কমলে বাড়িতে করোনা নিরাময়ের জন্য অপেক্ষা করছেন।

বাড়িতে আসার পরেও যতবার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন প্রতিবারই পজিটিভ হয়েছেন তিনি। দু সপ্তাহ পর থেকে আইসোলেসন তুলে দিচ্ছে তুরস্ক সরকার। এরপর থেকে তিনি বাড়ি এবং হাসপাতালের বাইরে বেরোতে পারবেন বলে আশা করছেন। মুজাফ্ফর দফায় দফায় নয় মাস কাটিয়েছেন হাসপাতালে এবং বাড়িতে ছিলেন পাঁচ মাস।-আমাদের সময়.কম