Home জাতীয় ১২৯ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা

১২৯ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা

46

ডেস্ক রিপোর্ট: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদুর, রাজবাড়ী, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনায়-এ বাজার তদারকি করা হয়।
ঢাকার মোহাম্মদপুর, মিরপুর-৬, ধানমন্ডি ও শ্যামবাজার এলাকায় বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ‘বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার’ কে ৫ হাজার টাকা, মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে আলাউদ্দিনের ফলের দোকান, ‘মিজান ফল ভান্ডার’, ‘মেসার্স সাদিয়া বাণিজ্যালয়’ কে যথাক্রমে ৫শ টাকা, ৫শ টাকা, ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে ‘অংকুর কসমেটিকস’, ‘নিউ লাইফ ফার্মেসী’ কে যথাক্রমে ৫ হাজার টাকা, ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ‘বাংলা কিচেন’, ‘সাদিক এগ্রো’কে যথাক্রমে ৩ হাজার টাকা, ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ‘জাকের ডেইরি ফার্ম’ কে ৫০ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ‘ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার’, ‘গঁস ্ ষরঃঃষব ড়হবং, ‘মিতালী আড়ৎকে যথাক্রমে ৩ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ৫শ টাকা জরিমানা করা হয়। তদারকিকালে মোট ১০ লাখ ৪৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকিকালে সর্বমোট ৫১টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা ও ৩টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৯টি প্রতিষ্ঠানকে সর্ব মোট ১০ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।