Home শিক্ষা ও ক্যাম্পাস রুয়েটে শেষ হলো সমন্বিত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

রুয়েটে শেষ হলো সমন্বিত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

51

মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন ভাবে শেষ হয়েছে।

শনিবার সকাল ১০ টায় ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ টায়। ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে দুপুর ২টায় শেষ হয় রুয়েটের ভর্তি পরীক্ষা।

এদিকে, এবারের ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছে। এদিন সকাল ১০টায় ‘ক’ গ্রুপের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়। এ গ্রুপটিতে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) সর্বমোট ৮ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাকী ৬২২ জন ভর্তিচ্ছু ‘খ’ গ্রুপে ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অংশ নিয়েছে। ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ পর্যন্ত অনুষ্টিত হয়।