Home সাহিত্য ও বিনোদন ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তনের ওপর অসাধারণ গান লিখলেন সাংবাদিক আজাদী

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তনের ওপর অসাধারণ গান লিখলেন সাংবাদিক আজাদী

24

ফাঁসির মঞ্চ থেকে ফিরে এলে তুমি
কথা: জাকির হোসেন আজাদী
সুর ও সঙ্গীতায়োজন: আজাদ মিন্টু
শিল্পী অনন‍্যা আচার্য ও আতিক

ফাঁসির মঞ্চ থেকে ফিরে এলে তুমি
স্বপ্নের সোনার বাংলায়
মুজিব তোমার বরণমাল‍্য বাতাসে
পুষ্পের সৌরভ ছড়ায়
সবুজ বনানী জেগে ওঠে পত্র পল্লবে
জয় বাংলা বাংলার জয়।।

তুমি নিয়ে এলে নতুন স্বদেশ
নিয়ে এলে স্বাধীনতা
তোমার আগমনে বাঙালি পেল দিশা
জাগলো দেশ জনতা
জনসমুদ্রের উত্তাল শ্লোগানে সেদিন
ঢাকার রাজপথ কাঁপায়।।

লক্ষ প্রাণের বিনিময়ে উপহার পেলে
তোমার সাধনার বাংলাদেশ
বাঙালি ফিরে পেল জাতির পিতাকে
ফিরে পেল নতুন স্বদেশ
তোমার গৌরবের প্রত‍্যাবর্তনে সেদিন
বাংলা শৃংখল মুক্ত হয়।।

Bangabandhu’s homecoming song on January 10
When you come back from the gallows Talk:
Zakir Hossain Azadi

When you come back from the gallows
In the golden Bengal of dreams Mujib
is in the air The fragrance of flowers spreads Green Banani wakes up in the rain
Jai Bangla Jai ​​Bangla.

You brought a new homeland
Bring freedom Disha got Bengali on your arrival
The people of the country
woke up On that day,
in the tumultuous slogans of the sea of ​​people
The streets of Dhaka are shaking.

If you get a gift in exchange for lakhs
of lives Bangladesh is your pursuit
Bengali got back the father of the nation
Got back the new homeland
On the day of your return to glory
Bengali chains are freed.