Home বাণিজ্য ও অর্থনীতি হৃতিক রোশনকে নিয়ে মাউন্টেন ডিউ’র নতুন ক্যাম্পেইন

হৃতিক রোশনকে নিয়ে মাউন্টেন ডিউ’র নতুন ক্যাম্পেইন

77

ডেস্ক রিপোর্ট: ‘ভয়ের পরেই জয়’ এই ফিলোসফি নিয়ে নতুন হাই-অক্টেন টিভিসিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৃতিক রোশন এবার বুর্জ খলিফাতে।
মাউন্টেন ডিউ ব্র্যান্ড হিসেবে সবসময়ই সেই সকল মানুষের চেতনাকে উদযাপন করে যারা ভয়ের মুখেও থেমে না গিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় অসাধারণ কিছু করার প্রচেষ্টায়। আর সেই ধারাবাহিকতায় এই বছরও ‘ভয়ের পরেই জয়’ ক্যাম্পেইনের মাধ্যমে তারা বাংলাদেশের যুবসমাজকে তাদের ভয় ও দ্বিধাগুলোকে পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্যে অনুপ্রাণিত করতে চায়।
বেভারেজ ব্র্যান্ডটি আজ থেকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সুপারস্টার হৃতিক রোশনকে নিয়ে পাওয়ার-প্যাকড নতুন টিভিসি সম্প্রচার করেছে। এই টিভিসিকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করতে, এবারের ফিল্মটি ধারণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান দুবাইয়ের ইমার’স বুর্জ খলিফাতে। যেকোনো প্রতিকূলতার মুখে সবসময়ই দু’টি পথ থাকে, হয় ভয়ে দমে গিয়ে পিছিয়ে যাওয়া অথবা ভয়কে পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং পথ নির্বাচনই সত্যিকারের হিরোদের অন্য সবার থেকে আলাদা করে তোলে। এই বিশ্বাসের প্রতিফলনই ঘটেছে এই টিভিসিতে।
‘ভয়ের পরেই জয়’ এই অসাধারণ উপলব্ধির উপর ভিত্তি করেই ফিল্মটি শুরু হয় বার্ডস-আই ভিউতে বুর্জ খলিফার উপর থেকে নেওয়া একটা টপ শটে। যেখানে আমরা হৃতিক রোশনকে দেখি অসংখ্য দর্শকের সামনে একটি সাহসী স্টান্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং স্টান্টটি হতে যাচ্ছে একটি বিশ্ব রেকর্ড। একদিকে দ্বিধা ও অন্যদিকে তাঁর দৃঢ় প্রত্যয়। হৃতিক রোশনকে বেছে নিতে হবে যেকোনো একটি পথ। হৃতিক তখন মাউন্টেন ডিউ-তে একটি চুমুক দেয় এবং সাথে সাথেই তার চেহারায় এক দৃঢ়তার ছাপ ফুটে উঠে ও সকল দ্বিধা ভুলে সে বুর্জ খলিফার প্রান্ত থেকে বাইক নিয়ে নেমে যায়।
মারাত্মক গতিতে যখন হৃতিক বুর্জ খলিফার উপর থেকে একটা সরু রানওয়ে দিয়ে নামছিল মাঝপথে তার বাইক স্কিড করতেই সে প্রায় পড়ে যেতে থাকে। তখন সামনে থাকা দর্শকেরা ভয়ে ও অবিশ্বাসে শিউরে ওঠে। কিন্তু হৃতিক সফলভাবে রানওয়ে দিয়ে নেমে আসে এবং বিজয়ী হিসেবে তার অবতারণায় দর্শক উল্লাসে ফেটে পড়ে।