Home রাজনীতি স্মার্ট বাংলাদেশ গঠনে জনগণ নৌকায় ভোট দিবে: উপমন্ত্রী হাবিবুন

স্মার্ট বাংলাদেশ গঠনে জনগণ নৌকায় ভোট দিবে: উপমন্ত্রী হাবিবুন

24

মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে জনগণ নৌকায় ভোট দিবে। চতুর্থবারের মতো নমিনেশন পেপার সাবমিট করলাম। ১৯৯১ সাল থেকে মোংলা-রামপালে নৌকার বাইরে কেউ জেতেনি। যেখানে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি সেই এলাকাকে প্রধানমন্ত্রী পদ্মার এপারের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছেন। শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানাতে জনগণ নৌকায় মার্কায় ভোট দিতে ভুল করবেনা। জনগণ অতীতে আমাদের সাথে ছিলো, এবারও আমাদের সাথে থাকবে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোংলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি মনোনয়নপত্র জমা পরবর্তীতে গণমাধ্যমের কাছে একথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী ইজারদার। এসময়ে তিনি সাংবাদিকদের বলেন স্বৈরতন্ত্র এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে রামপাল-মোংলা বাসীকে সাথে নিয়ে নির্বাচন করছি। নৌকার বিরুদ্ধে আমি নির্বাচন করছিনা, আমি নির্বাচন করছি ব্যক্তির বিরুদ্ধে। এটা হচ্ছে স্বৈরতন্ত্র এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে মোংলা রামপাল বাসীর মান-সম্মান বাঁচানোর নির্বাচন। এর আগে সকালে তৃনমুল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ম্যানুয়েল সরকার ও জাতীয় পার্টির মনিরুজ্জামান মনি মনোনয়নপত্র জমা দেন। একই দিনে রামপাল উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা নজিবুল আলমের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদেন শেখ নিজাম উদ্দিন আহমেদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি মনোনয়নপত্র জমাদানকালে তার সাথে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধ শেখ আব্দুর রহমান, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বাগেরহাট জেলা তাতীলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র বাকী তালুকদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিন প্রমূখ। পরে কয়েক হাজার নেতা কর্মিদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রার্থী বেগম হাবিবুন নাহার। স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী ইজারদার মনোনয়নপত্র জমাদানকালে তার সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল শিকদার, মোংলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, রামপালের বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্বা ইউপি চেয়ারম্যান রাজীব সরদার, উজড়কুল ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, পেড়িখালি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, রামপাল সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, মোংলার মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার প্রমূখ।