Home বাণিজ্য ও অর্থনীতি সু-সংবাদ, আসিতেছে, আসিতেছে,”বাঘ”

সু-সংবাদ, আসিতেছে, আসিতেছে,”বাঘ”

116

ডেস্ক রিপোর্ট ; বৈদ্যুতিক থ্রি-হুইলারের যুগে বাংলাদেশ; অনুমতি পেলো বাংলাদেশি ব্রান্ড ‘বাঘ”।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র অনুমতি পেয়েছে দেশীয় ব্যবস্থাপনায় অ্যাপভিত্তিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ইকো-ট্যক্সি ‘বাঘ’।

বাংলাদেশের ব্র্যান্ড ‘বাঘ’কে সরকার রেজিস্ট্রেশন দিয়েছে। দেশের রাস্তায় চলতে আর কোনো বাধা রইলো না।

মেইড ইন বাংলাদেশ লেখা এই গাড়ি অচিরেই দেশের পাশাপাশি বাইরের দেশেও রপ্তানির লক্ষ্য নির্ধারন করা হয়েছে।

শব্দহীন এই গাড়িটির প্রতি কিলোমিটারে খরচ পড়বে ৪০-৪৫ পয়সা। এক চার্জে চলবে ১২০ কিলোমিটার। সৌরবিদ্যুতে চলবে আরও ২৫ থেকে ৩০ কিলোমিটার।

অ্যাপভিত্তিক এই গাড়িতে চালকসহ সাত জন বসতে পারবে। এছাড়া ওয়াইফাই, জিপিএস, টেলিভিশন, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইন্টারনেট সুবিধা থাকবে এতে। ভাড়া মেটাতে ব্যবহার করা যাবে এটিএম কার্ডসহ যেকোনও মোবাইল ব্যাংকিং অ্যাপ।

ইতিমধ্যে কম্বোডিয়া, সুদান, দক্ষিণ আফ্রিকা ও ইথিওপিয়া এটি নিতে আগ্রহ দেখিয়েছে।