Home সারাদেশ সুনামগঞ্জ ও দিরাইয়ে সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জ ও দিরাইয়ে সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

33

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিক- সুজন এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সুজন সুনামগঞ্জ কার্যালয়ে কেক কেটে এবং দিরাই উপজেলা সুজনের উদ্যোগে সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠানবার্ষিকী পালন করা হয়।
সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ জেলা সুজনের উপদেষ্ঠা পরিষদ সদস্য অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলাম।
বক্তব্য রাখেন, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, আমরা হাওর বাসীর প্রধান সমন্বয়ক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলেনা আক্তার, সদর উপজেলা সভাপতি প্রভাষক ফারুক আহমদ, ব্যবসায়ী হাজী মোজাম্মেল প্রমূখ।
অপর দিকে দিরাইয়ে “সুজন” (সুশাসনের জন্য নাগরিক) শনিবার বিকেলে দিরাই পৌরশহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক এডভোকেট তুরণ মিয়া, হাওর বাঁচাও আন্দোলন দিরাইয়ের সাধারণ সম্পাদক প্রফেসর বদিউজ্জামান, সুজনের সহসভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস)এর আহবায়ক সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সুজনের জেলা কমিটির সহসাধারন সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, ভাটি বাংলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রশান্ত সাগর দাস, হাওর বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা কমিটির সহসভাপতি নুরুল হক, ইউনিয়ন পরিষদের সচিব শুভ দাস সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ । সভা শেষে জন্ম দিনের কেক কাটেন নেতৃবৃন্দ ।