Home রাজনীতি আগামীকালের সূর্যোদয়ের পর থেকে সরকার পতন আন্দোলনের অধ্যায় শুরু হবে : জামাল...

আগামীকালের সূর্যোদয়ের পর থেকে সরকার পতন আন্দোলনের অধ্যায় শুরু হবে : জামাল হায়দার

27

স্টাফ রিপোটার: ১২ দলীয় জোটের সমন্বয়কারী মোস্তফা জামাল হায়দার বলেছেন, আজ ১২ জুলাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিগন্ত শুরু হলো। আগামীকালের সূর্যোদয়ের পর থেকে সরকার পতন আন্দোলনের নতুন অধ্যায় সৃষ্টি হবে।

বুধবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকার পতনের একদফা কর্মসূচি ঘোষণার প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম।

এ সময় ইবরাহিম আগামী ১৮ ও ১৯ জুলাই রাজধানীতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।

১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন প্রেসিডিয়াম মেম্বার সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস, কল্যান পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবীর পিন্টু, বাংলাদেশ এলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আব্দুল গনি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম এর চেয়ারম্যান মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)এর সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মোহাম্মদ সালাহ উদ্দিন সহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।