Home জাতীয় সীতাকুণ্ডের আগুন নেভাতে রোবট ব্যবহার

সীতাকুণ্ডের আগুন নেভাতে রোবট ব্যবহার

31

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএমের কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে উচ্চ প্রযুক্তির রোবট ব্যবহার করছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (বিএফএসসিডি) এর একাধিক দমকল কর্মী জানিয়েছেন, এই প্রথমবারের মতো বাংলাদেশে আগুন নিয়ন্ত্রণে এই উচ্চ প্রযুক্তির অগ্নিনির্বাপক ড্রোন ব্যবহার করা হয়েছে।

বিএফএসসিডির (চট্টগ্রাম) উপ-পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আমাদের কাছে আগুন নেভানোর জন্য সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে। সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন নিভাতে আমরা ড্রোনসহ সব ধরনের আধুনিক সরঞ্জামাদি ব্যবহার করছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে ‌‘এলইউএফ ৬০’ নামক অগ্নিনির্বাপক রোবটটি কেনার উদ্যোগ নেওয়া হয়। অগ্নিনির্বাপক এ যানকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।-ইত্তেফাক