Home জাতীয় উজিরপুরে নিরাপত্তা চেয়ে মেম্বর প্রার্থী দুলালের সংবাদ সম্মেলন

উজিরপুরে নিরাপত্তা চেয়ে মেম্বর প্রার্থী দুলালের সংবাদ সম্মেলন

31

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ০৯ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী দুলাল হাওলাদার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও নিজকর্মীদের নিরাপত্তা চেয়ে উজিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। বুধবার (০৯জুন) দুপুর ২ টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য প্রার্থী দুলাল হাওলাদার (৪০)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলাল বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে তার প্রতিদ্বন্ধি প্রার্থী ওয়াজির মামুনসহ তার সমার্থকরা নির্বাচন বানচাল করার চেষ্টা চালিয়ে আসছে। আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনে কারচুপি, বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালিয়ে আসছে। এছাড়া তার কর্মী সমর্থকদের হুমকি ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে প্রাতিদ্বন্ধি প্রার্থী মামুন ও সমর্থকরা। ইউপি সদস্য প্রার্থী ওয়াজির মামুনের চাচতো ভাই শামসু হাওলাদার(৫৫), দুলাল ডাকুয়া, দুলাল গাজী, মিঠু মল্লিকসহ একাধিক ব্যাক্তি আপেল প্রতীকের কর্মীদের গালিগালাজ করে এবং মারধর করার হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলাল এ কথা বলেন। এছাড়া আচরণ বিধিলঙ্ঘন করে প্রচার প্রচারনা করায় ভোটারদের ভিতর আতংক বিরাজ করছে। এছাড়া নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করাসহ ইউপি সদস্য প্রার্থী দুলাল হাওলাদার তার তার কর্মীদের নিরাপত্তা নিয়ে আশংকা রয়েছে বলে জানান। এ ঘটনায় উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ আব্দুর রশিদ শেখের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন সরদার, আইয়ুব আলী হাওলাদার, জাকির হাওলাদার, মন্টু হওালাদার প্রমুখ। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ শেখ বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন হবে। কোন প্রার্থীদের হয়রানি করে ভোটারদের আতংক করে তোলার কোন অভিযোগ পাওয়া যায় কোন প্রতিদ্বন্ধি প্রার্থীদের বিরুদ্ধে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, কোন প্রার্থীকে হয়রানি ও নিরাপত্তা হীনতার আশঙ্কায় থানায় অভিযোগ দিলে তাদের নিরাপত্তা জোর ধার করা হবে। অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী ওয়াজির মামুনের ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।