Home শিক্ষা ও ক্যাম্পাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে দুজনকে পিএইচডি ডিগ্রী প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে দুজনকে পিএইচডি ডিগ্রী প্রদান

126

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সাবেক উপাচার্য ভাইরোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ও প্রখ্যাত অর্থোপেডিক্স সার্জন অধ্যাপক ডা. কাজী শহীদুল আলমকে পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাদয়ের কক্ষে তাদের এ ডিগ্রির সনদ বিশ্বিবদ্যালয়ের পক্ষ থেকে তুলে দেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য ( গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, বেসিক সাইন্স প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।