Home শোক ও স্মরণ সিপিবি পঞ্চগড় জেলা সভাপতি রেজাউলের মৃত্যু

সিপিবি পঞ্চগড় জেলা সভাপতি রেজাউলের মৃত্যু

40

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)‘র পঞ্চগড় জেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল ইসলাম মারা গেছেন। ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টার সময় পঞ্চগড়ের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।কমরেড রেজাউল ইসলাম মরণব্যাধি ক্যান্সারে দীর্ঘদিন ভূগছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে বলা হয়, কমরেড রেজাউলের মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্টকে হারালো। কমরেড রেজাউল আমৃত্যু মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তাঁর জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। আমৃত্যু তিনি পার্টির প্রতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম ছাত্র জীবন থেকে প্রগতিশীল আন্দোলন ও অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত ছিলেন। রেজাউল ইসলাম ছিলেন জেলা ছাত্র ইউনিয়ন, উদীচী ও ক্ষেতমজুর সমিতি পঞ্চগড় জেলার সাবেক সভাপতি।

বুধবার বাদ মাগরীব জানাজার পর স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।