ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরাঞ্চলীয় সিকিমে অবিরাম বর্ষণের কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। থবর আমাদের সময়.কম

গৌহাটি প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল মাহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, শনিবার বিকাল পর্যন্ত দুই হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে।

রাওয়াত বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের সদস্য এবং বর্ডার রোডস অর্গেনাইজেশন (বিআরও) লোকজন চুংথাং এলাকায় ভারী বৃষ্টিপাত মাথায় নিয়েই কাজ করেছেন।’
সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লাচেন এবং লাচুং এলাকার বিভিন্ন হোটেলে আটকা পড়াদের মধ্যে ৩৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশের, ১০ জন যুক্তরাষ্ট্রের এবং ৩ জন সিঙ্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে।

কর্মকর্তারা বলছেন, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি চার চাকার গাড়ি এবং ১১টি মোটরবাইকও আটকা পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে বলেও জানান তারা।

ভূমিধস এবং পর্যটকদের আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কুইক রেস্পন্স টিম এর সদস্যরা, সিকিম পুলিশ, সেনাবাহিনী, ইন্দো টিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ট্রাভেল এজেন্সি এসোসিয়েশনের কর্মকর্তারা।

আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ১৯টি বাস এবং প্রায় ৭০টি ছোট ছোট গাড়ি পাঠানো হয়। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১৫ জুন রাতের পর থেকে ১৬ জুন গোটা দিনে ভারী বৃষ্টিপাতের কারণে, সিংটাম-ডিকচু-রাংরান-মঙ্গন-চুংথাং সংযোগকারী রাস্তাগুলির বেশ কয়েকটি জায়গায় ভূমিধস দেখা গেছে।’