Home সারাদেশ অ্যাপ ভিত্তিক শ্রমিকদের আইনি স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।

অ্যাপ ভিত্তিক শ্রমিকদের আইনি স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।

438

ডেস্ক রিপোর্ট: ১৮ বুধবার এক অনলাইন মিটিংয়ে বাংলাদেশে অ্যাপ ভিত্তিক সেক্টরে শ্রমিকদের আইনি স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় অ্যাপ বেইজড ওয়ার্কার্স ফেডারেশন অব বাংলাদেশ নামক নতুন সংগঠন আত্মপ্রকাশ করে। উক্ত অনলাইন মিটিংএ সভাপতিত্ব করেন ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস্ ইউনিয়ন (ডিআরডিইউ)-এর সভাপতি বেলাল আহমেদ ও পরিচালনা করেন ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস্ ইউনিয়ন (ডিআরডিইউ)-এর সাধারণ সম্পাদক এম এইচ টুটুল। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম জেলা কমিটির অন্যতম নেতা ওমর ফারুক সহ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন সমাজ সভ্যতার অগ্রগতির এ যুগে শ্রমের ধরনের পরিবর্তন ঘটেছে। কিন্তু শ্রম শোষণের মাত্রা কমেনি বরংচ শোষণের মাত্রা বেড়ে গেছে বহুগুণ। আমরা নিজেদের সর্বস্ব খুইয়ে একটি গাড়ি কিনে বা ভাড়ায় অন্যের গাড়ি চালিয়ে সকল প্রকার রক্ষণাবেক্ষণ ব্যয় মিটিয়ে কোম্পানিগুলোর মুনাফা করে দেই । বিনিময়ে কোম্পানিগুলো তাদের অ্যাপ দিয়ে তাদের মর্জি মাফিক ভাড়া নির্ধারণ করে আমাদেরকে ট্রিপ ধরিয়ে দেয়। তাদের নির্ধারিত ভাড়ায় আমরা ট্রিপ গ্রহণ করতে অস্বীকার করলে বা নানা অজুহাতে তারা আমাদের একাউন্ট বন্ধ করে দেয়। তাতে আমরা প্রায় সময় বেকার হয়ে পড়ি এবং সবসময়ই আতংকে ভুগি কখন আবার একাউন্ট বন্ধ করে আমাকে বেকার জীবন যাপন করতে বাধ্য করবে। তারা আমাদের সর্বস্ব লুট করে নিঃস্ব করছে। আমাদের দেশের সরকারকে আমরা সর্বোচ্চ ট্যাক্স প্রদান করলেও সরকার আমাদের স্বার্থ রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এমনকি আমরা পরিসেবা খাতের শ্রমিক হওয়া সত্ত্বেও আইনিভাবে আমাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশের অ্যাপ ভিত্তিক শ্রমিকগণ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনেক গুলো ইউনিয়ন গড়ে তুলেছে। সমগ্র বাংলাদেশের সকল সংগঠনকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য আজকে এই সংগঠনের জন্ম হল। মিটিং এ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং সকলের সম্মতিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৩টি অঞ্চলের সংগঠনগুলোর সমন্বয়ে অ্যাপ-বেইজড্ ওয়ার্কার্স ফেডারেশন অব বাংলাদেশ নামে একটি সংগঠন পুঞ্জো গড়ার লক্ষ্যে উক্ত গঠিত কমিটিতে ১ জন আহ্বায়ক ৬ জন যুগ্ন-আহবায়ক ও ১৪ জন সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।