Home জাতীয় সিংড়া প্রেসক্লাবের নৌকা ভ্রমণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

সিংড়া প্রেসক্লাবের নৌকা ভ্রমণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

49

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ “আনন্দের একদিন, স্মৃতির পাতায় অনেকদিন” প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়া প্রেসক্লাবের নৌকা ভ্রমণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) ক্লাবের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলনবিলাঞ্চলে দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

চলনবিলের তাড়াশ উপজেলার কুন্দোইল জোড়া ব্রীজ, গুরুদাসপুর উপজেলার খুবজিপুর জাদুঘর, বিলশা স্বর্ণদীপ কফি হাউজ ও চলনবিলের তিশিখালী ঘাসি দেওয়ান পীরের মাজারে দিনব্যাপী এ নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়।

বিকেলে তিশিখালী মাজারে সিংড়া প্রেসক্লাবের আয়োজনে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, নাটোর জেলা সভাপতি ও সংসদ সদস্য রতśা আহমেদ, কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক শিরিন রুকসানা, কামরুন্নেসা মান্নান, প্রচার সম্পাদক নিলিমা আক্তার লিলি, সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আকতার হোসেন অপূর্ব, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।