Home জাতীয় “বশেমুরবিপ্রবির ফটক থেকে বিজ্ঞাপনী ব্যানার উচ্ছেদ”

“বশেমুরবিপ্রবির ফটক থেকে বিজ্ঞাপনী ব্যানার উচ্ছেদ”

35

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: অবশেষে বিজ্ঞাপন মুক্ত হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক।

ইতিপূর্বে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ঢাকা পড়েছিল বিশ্ববিদ্যালয়ের নামফলকসহ প্রবেশদ্বার।

এ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসন বিষয়টি দৃষ্টিগোচর হয়। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন।

ইতিমধ্যে এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কঠোর হস্তক্ষেপে প্রবেশদ্বারে থাকা বঙ্গবন্ধুর নামাঙ্কিত একমাত্র নামফলক সমুন্নত করাসহ সব ধরনের বিজ্ঞাপনী প্রচারনার ব্যানার উচ্ছেদ করা হয়েছে।

পরবর্তীতে এ বিষয়ে রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ফটকে এতসব পণ্যের প্রচারণা মোটেই কাম্য নয়৷ ভবিষ্যতে এমন ধরনের প্রচারণা কখনোই সমর্থন করা হবে না।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাজ চলমান থাকায় বর্তমানে ক্যাফেটেরিয়া সংলগ্ন অবস্থিত ফটকটি মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।