Home জাতীয় সারাদেশে কালবৈশাখী ঝড়, সাগরে লঘূচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রোববার , নদীবন্দরে...

সারাদেশে কালবৈশাখী ঝড়, সাগরে লঘূচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রোববার , নদীবন্দরে নৌ-হুঁশিয়ারি সংকেত

43

ডেস্ক রিপোর্টঃ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে, যার গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও ২ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আগে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামীকাল ও পরশু বৃষ্টি হতে পারে। এছাড়া, বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী মেঘের উচ্চতা বেশি হলে ঝড় বয়ে যায়। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।-আমাদের সময়.কম