Home জাতীয় সাভারের আলোচিত পারুল বেগম হত্যা মামলার রহস্য উদঘাটিত; গ্রেফতার ৩

সাভারের আলোচিত পারুল বেগম হত্যা মামলার রহস্য উদঘাটিত; গ্রেফতার ৩

38

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারের বক্তারপুরে আলোচিত পারুল বেগম (৪৫) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করল পিবিআই ঢাকা জেলা।
এটি একটি ক্লুলেস হত্যাকান্ড হওয়ায় পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটি’র তদন্ত অধিগ্রহণ করে। মামলাটি তদন্তকালে এনআইডি কার্ডের সূত্র ধরে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মুল ঘাতক আসামী মোঃ জামাল হাওলাদার সামাদুজজামাল(৫০), মোঃ মশিউর রহমান মিলন (৪৬), মোঃ হালিম হাওলাদার (৫২) কে ২৬ সেপ্টেম্বর বাগেরহাট জেলার মোংলা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তন্মধ্য দুইজন আসামী বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করে।
আলী মন্ডলের মেয়ে পারুল বেগম (৪৫), স্বামী পরিত্যক্তা । সে সাভার থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে ফেরি করে কাপড় বিক্রয় করে জীবিকা নির্বাহ করিত। ডিসিস্ট পারুল বেগম অজ্ঞাতনামা একজন পুরুষ সহ স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ০৭ সেপ্টেম্বর রাত অনুমান ০৮ টাশ ঢাকা জেলার সাভার পৌরসভাধীন ২ নং ওয়াডর্, বাড়ি নং-৫০/১১ বক্তারপুরে (নামা বাজার) বাসা ভাড়া করে উক্ত বাসায় উঠেন। ঐ রাতেই ডিসিস্ট পারুল বেগমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী গলায় জলপাই রংয়ের ওড়না দ্বারা ফাঁস লাগিয়ে হত্যা করে। মৃত লাশের পাশে জনৈক বিল্লাল সরদার নামের এক ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি ফেলে রেখে যায়। এ বিষয়ে পারুলের ভাই মমিনুল হক ওরফে মোহন (৩৫) বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা নং-২৪ তারিখ-০৯/০৯/২০২১ ধারা-৩০২/৩৪ দঃবিঃ দায়ের করেন।
সাভারা থানা পুলিশ মামলাটি ১১ দিন তদন্ত করে। পরবর্তিতে পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্ত অধিগ্রহণ করে।

গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ হালিম হাওলাদার (৫২) বাগের হাট মোংলা থানার চিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার একই ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিপক্ষ মেম্বার প্রার্থী বিল্লাল সরদারকে ফাঁসানোর জন্য এ হত্যাকান্ড সংঘটিত করে।