Home জাতীয় উজিরপুরে বামরাইল-ঘন্টেশ্বর রাস্তার বেহাল দশা, পুনঃনির্মানের দাবী

উজিরপুরে বামরাইল-ঘন্টেশ্বর রাস্তার বেহাল দশা, পুনঃনির্মানের দাবী

35

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বামরাইল ঘন্টেশ্বরের রাস্তা মরণফাঁদে পরিনত হয়েছে। পুনঃনির্মানের দাবী এলাকাবাসীর। সুত্রে জানা যায় ৪ বছর পূর্বে বামরাইল থেকে ঘন্টেশ্বর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে। এরপর আজ পর্যন্ত সংস্কারের কাজ হয়নি। একমাত্র চলাচলের ওই রাস্তাটির বিভিন্ন স্থানে পিঁচ উঠে গিয়ে খানা খন্দে পরিনত হয়েছে। গাড়ী চলাচল বন্ধের উপক্রম হয়েছে। শিক্ষার্থীদের স্কুল মাদ্রাসায় যেতে চরম র্দূভোগে পড়তে হয়। প্রতিনিয়ত পায়ে হেঁটে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে গমন করতে হচ্ছে। ওই রাস্তার আওতায় রয়েছে বামরাইল এ.বি মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়,কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালিহাতা কদমতলা মাদ্রাসা, ঐতিহ্যবাহী মানিকবাজার, বামরাইল বাজার, হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পূজা মন্ডপ, কমিউনিটি হাসপাতাল, কালিহাতা এতিমখানা ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এলাকার কোথাও আগুন লাগলে তা নিয়ন্ত্রনের জন্য ফায়ার সার্ভিসের টিম গাড়ী নিয়ে ঘটনাস্থল সঠিক সময়ের মধ্যে পৌছতে পারেনা। কৃষক ও মৎস্য ব্যবসায়ীরা সবজি ও মাছ বাজারজাত করতে পারছে না। রোগী নিয়ে হাসপাতালে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এদিকে লক্কড় ঝক্কড় রাস্তা দিয়ে ক্ষুদ্র যান্ত্রিক গাড়ী অটো ভ্যান, অটোবাইক, সিনজি, মোটরসাইকেল পর্যন্ত চলতে পারছেনা। যোগাযোগ ব্যবস্থা এতটাই নাজেহাল যে মানুষের ভোগান্তি ছাড়া আর কিছু নহে। এব্যপারে কালিহাতা ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম সরদার জানান রাস্তাটি পিঁচ ঢালাই হওয়ার পরে ৩/৪ বছর বছর যেতে না যেতেই রাস্তার বিভিন্ন স্থানে পিঁচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম রাড়ী জানান একমাত্র এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষকে চলাফেরা করতে হয়। ওই রাস্তার বেহাল দশার কারনেই আমরা আজো অবহেলিত হয়ে আছি। বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার জানান বামরাইল থেকে ঘন্টেশ্বর পর্যন্ত রাস্তাটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। উক্ত রাস্তা পুনঃনির্মানের ব্যাপারে উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা বলেন সপ্তাহে ২দিন পায়ে হেঁটে হেঁটে মাছ ও সবজি নিয়ে বিক্রির জন্য মানিকবাজারে যেতে আমাদের চরম দূর্ভোগ পোহাতে হয়। গ্রাম পুলিশ আজিজুল হক হাওলাদার জানান রাস্তার কারনেই এলাকায় চুরি, ডাকাতি বেড়ে চলছে। যে কোন অপরাধের বিষয়ে পুলিশকে খবর দিলে বেহাল রাস্তা দিয়ে সঠিক সময়ে ঘটনাস্থল পৌছতে পারেন না। এ সুযোগেই চোর চক্ররা পালিয়ে যেতে সক্ষম হয়। বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ হোসেন জানান, আমাদের প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর ওই রাস্তা দিয়ে স্কুলে আসতে হয়। রাস্তার বেহাল দশার কারণে শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুলে আসতে পারে না এবং উপস্থিতিও কম হয়ে থাকে। কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহম্মদ মুখতার হোসাইন জানান, মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রায়ই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তার বেহাল দশার ওই রাস্তাটি দ্রুত পুনঃনির্মানের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বামরাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদারসহ প্রশাসনের উধর্źতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।