Home জাতীয় সাজেকে বাইক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

সাজেকে বাইক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

35

ডেস্ক রিপোর্ট:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়িকে সাইড দিতে গিয়ে বাইকসহ পড়ে গিয়ে মারা গেছেন আব্দুল হালিম (৩৪) নামে এক সেনাসদস্য। রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার সাজেকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল। তার সৈনিক নম্বর-৪৫০৭২৮৫।

নিহত সেনাসদস্য বাঘাইছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসের অধিনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাজেক থেকে মোটরসাইকেলে করে বাঘাইছড়ি উপজেলায় ফিরছিলেন আব্দুল হালিম। পথে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় চান্দের গাড়িকে (জিপ) সাইট দিতে গিয়ে বাঁকা সড়কে মোটরসাইকেলসহ পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ির ২০৩ রিজিয়নের হাসপাতালে ভর্তি করান। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম