Home রাজনীতি সরকারকেই যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে–ইনু

সরকারকেই যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে–ইনু

42

স্টাফ রিপোটার: চাল, সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক অযৌক্তিক লাগামহীন মূল্যবৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণ এবং গ্যাস ও পানির দাম বৃদ্ধি না করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ-মিছিল-মানববন্ধন করেছে। এ উপলক্ষে ঢাকা মহানগর কমিটি আজ শনিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ-মিছিল-মানববন্ধন করে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ নরুন্নবী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্য শাজাহান সাজু, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ সেলিম, ঢাকা মহানগর পশ্চিম জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।

সমাবেশে ভাষণদানকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, দেশে নিত্যপণ্যের সরবরাহে কোন ঘাটতি নেই, মূল্যস্ফীতি নেই, প্রাকৃতিক দুর্যোগ নেই, আন্তর্জাতিক বাজারেও মূল্যবৃদ্ধ নেই। তারপরও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অস্বাভাবিক ও অযৌক্তিক। জনাব ইনু বলেন, বাজার সিন্ডিকেট, কালোবাজারী, মুনাফাখোররা কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে, জনগণের পকেট কাটছে, সরকারের রাজস্ব ফাঁকিও দিচ্ছে।