Home রাজনীতি সভাপতি নূরুল হাসানসহ ৭ নেতার ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাথে সম্পর্ক ছিন্ন

সভাপতি নূরুল হাসানসহ ৭ নেতার ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাথে সম্পর্ক ছিন্ন

258

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র সভাপতি কমরেড নূরুল হাসানসহ ৭ জন কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টির সঙ্গে তাদের সকল সম্পর্ক ছিন্ন করেছেন। কেন্দ্রীয় মিডিয়া সেল প্রধান সিরাজুম মুনীর আজ গণমাধ্যম পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় উল্লেখ করেন যে বৃহত্তর কমিউনিস্ট ঐক্য গঠনের প্রচেষ্টার নীতিগত অবস্থান থেকে সরে গিয়ে ঐ পার্টি নেতৃত্বের একাংশের ক্ষুদ্র একটি বাম সংকীর্ণ চিন্তার আঞ্চলিক গ্রুপের সাথে একীভূত হওয়ার অগঠনতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানিয়ে এই ৭ নেতা তাদের পার্টি সভ্যপদ প্রত্যাহারের ঘোষণা দেন। এছাড়াও পার্টির উপদেষ্টা কমরেড বিমল বিশ্বস প্রায় দেড় বছর আগে একই প্রশ্নে ভিন্নমত প্রকাশ করে তার সভ্যপদ প্রত্যাহার করেন। অপরদিকে সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য কমরেড মনোজ সাহা ইতিমধ্যে একই প্রশ্নে মতভিন্নতার কারণে নিক্রিয় হয়ে আছেন।
সভ্যপদ প্রত্যাহারকৃত ৭ নেতা হলেন কমরেড নুরুল হাসান,
কমরেড ˆসৈয়দ মজনুর রহমান, কমরেড সিরাজুম মুনীর, কমরেড তপন সাহা চৌধুরী, কমরেড বজলুর রহমান, কমরেড এনায়েত করিম ফারুক ও কমরেড বসুনিয়া হাবিব।