Home জাতীয় সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জন নিহত হওয়ার দূর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জন নিহত হওয়ার দূর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

12

ডেস্ক রিপোর্ট: আজ সদরঘাটে পন্টুনে থাকা ৫ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মোঃ রফিকুল ইসলাম উক্ত কমিটির আহ্বায়ক, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মোঃ কবীর হোসেন কমিটির সদস্য। কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের নিকট প্রতিবেদন পেশ করবে।

এর আগে উক্ত ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রতিমন্ত্রী জানান, এ ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সদরঘাট ১১ পল্টুনে বাধাঁ দুই লঞ্চের মাঝ দিয়ে আর একটি লঞ্চ ঢুকলে রশি ছিঁড়ে ৫ যাত্রী নিহত হয়। এ দুর্ঘটনার অন্তত আরও ৪ জন আহত হয়েছেন।