Home সারাদেশ ধর্মপাশায় স্বপ্নের ঠিকানা পেলেন ভূমিহীন, গৃহহীন আরো ২০ পরিবার

ধর্মপাশায় স্বপ্নের ঠিকানা পেলেন ভূমিহীন, গৃহহীন আরো ২০ পরিবার

40

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় স্বপ্নের ঠিকানা পেলেন গৃহহীন আরও ২০টি পরিবার। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ধর্মপাশা উপজেলায় ৪র্থ পর্যায়ে(২য় ধাপ) নির্মিত ২০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালিব সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ইয়াসমিন আক্তার , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস , ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা , সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল , উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন, ধর্মপাশা থানার ওসি মো: মিজানুর রহমান ।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো: নাজিমুদ্দিন আল আজাদ, ফেরদৌসুর রহমান, এসিল্যান্ড অফিসের নাজির মো: আবুল হাসান, কম্পিউটার অপারেটর মানিক মিয়া, সাংবাদিক আরিফ খান, মো: রাজু ভূইয়া, সাকিন শাহ, মো: রবি মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ২০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আপ্লুত ভুমিহীনরা বলেন, জীবনেও কল্পনা করিনি এরকম ঘর পাবো। আজ সেই কল্পনা বাস্তব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই পেলাম। ছেলেমেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক তার জন্য প্রান ভরে দোয়া করি।