Home সারাদেশ মোংলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

মোংলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

47

মোংলা থেকে মোঃ নূর আলমঃ ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মোংলা সরকারি কলেজ’র আয়োজনে কলেজ ক্যাম্পাসে ১ নভেম্বর বুধবার সকালে সচেতনতমূলক নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো ক্লাস ক্যাম্পেইন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, শোভাযাত্রা ও সমাবেশ।
বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহের কর্মসুচিতে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ কে এম রব্বানী। এ উপলক্ষে আয়োজিত নানা কর্মসুচিতে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক শেফালি মন্ডল, প্রভাষক পাপিয়া হালদার, প্রভাষক রূপা দাস, প্রভাষক পলাশ চক্রবর্তী প্রমূখ। ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহের কর্মসুচিতে বক্তারা বলেন বাড়ীর চারপাশ পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যেখানে সেখানে যাতে বৃষ্টির পানি জমে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বক্তারা আরো বলেন বাড়ীতে মশারি অথবা মশা নিধন ওষুধ ব্যবহার করতে হবে। অন্যদিকে বুধবার বেলা ১২টা থেকে মোংলা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ কে এম রব্বানী পৃথক পৃথক ভাবে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সাথে মতবিনিময় সভা এবং সৌজন্য সাক্ষাত করেন। এসময় অধ্যক্ষ কে এম রব্বানীর সাথে প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, ড. অসিত বসু, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক বিশ^জিৎ মন্ডল ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম উপস্থিত ছিলেন।