Home সাহিত্য ও বিনোদন সঙ্গীত শিল্পী সাদী মহম্মদের মরদেহ হিমাগারে রাখা হয়েছে

সঙ্গীত শিল্পী সাদী মহম্মদের মরদেহ হিমাগারে রাখা হয়েছে

15

ডেস্ক রিপোর্ট: প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মহম্মদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। বুধবার রাতে তার মরদেহ তার মোহাম্মদপুর বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার ভাই খ্যাতমান নৃত্যশিল্পী শিবলী মহাম্মদ এই সংবাদ নিশ্চত করেছেন।
জানাগেছে, তিনি আত্মহত্যা করেছেন। ইফতারি শেষ নিজের রুমে তানপুরা নিয়ে সংগীত চর্চা করেছেন। রাত সাঢ়ে ৯টায় ঘরের বন্ধ দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়। ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
সাদী মহম্মদ রবীন্দ্র সঙ্গীতের উপর বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী করেছেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ আ্যালবামের মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৫ সালে বাংলা একাডেমী তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করেন।
২০১২ সালে তাকে চ্যানেল আই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন।
১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীরা তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে।বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমউল্লাহ রোড নামকরণ করা হয়।