Home জাতীয় সকালেই পড়ুন আলোচিত যত খবর

সকালেই পড়ুন আলোচিত যত খবর

25

ডেস্ক রিপোর্ট: শুভ সকাল। আজ বুধবার। গতকাল সোমবার স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছিল। মানবিক বিপর্যয়ের একের পর এক খবর পরিবেশিত হচ্ছে বিশ্বের সব বড় গণমাধ্যমে। প্রথম আলোতেও ছিল এ নিয়ে একাধিক খবর ও বিশ্লেষণ।

কে হচ্ছেন দেশের নতুন প্রেসিডেন্ট-দেশের খবরের মধ্যে পাঠকদের আগ্রহ ছিল এ নিয়েই। যদিও শেষ পর্যন্ত নামটি প্রকাশ করা হয়নি। এর বাইরেও আলোচনায় ছিল দেশ-বিদেশের আরও অনেক খবর ও বিশ্লেষণ। দিনটি শুরু করুন আলোচিত ১০টি খবর পড়ে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধানকে দিল আওয়ামী লীগের সংসদীয় দল
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীকে এই ক্ষমতা দেওয়া হয়।

‘আল্লাহ হামার কলিজাটাক হাতত এনে দেও’
বুকভরা স্বপ্ন নিয়ে আট বছর আগে উচ্চশিক্ষার জন্য তুরস্কে পাড়ি জমান বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের গোলাম সাঈদ ওরফে রিংকু (২৮)। ভর্তি হন তুরস্কের খাহরামানমারাস সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি বিষয়ে। থাকতেন খাহরামানমারাস প্রদেশে। পড়াশোনা শেষে স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। পরীক্ষাও শেষ। তিন মাস পর দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে সব লন্ডভন্ড হয়ে গেল।

ধ্বংসস্তূপে চাপা পড়ে উদ্ধারের অপেক্ষা
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ৩ হাজার ৫৪৯ এবং সিরিয়ায় ১ হাজার ৬০২ জন। এখন বড় চ্যালেঞ্জ তীব্র ঠান্ডা, তুষারপাত ও বৃষ্টির মধ্যে সময়মতো উদ্ধারকাজ চালিয়ে যাওয়া। কারণ, ধ্বংসস্তূপের নিচে আটকা অসংখ্য মানুষ বাঁচার জন্য মরিয়া। তাঁরা আর্তচিৎকার করছেন।

ভূমিকম্প কেন হয়, এ সময়ে করণীয় কী
কোনো স্থানে ভূকম্পনের জন্য ফল্ট লাইনের বড় ভূমিকা রয়েছে। ভূত্বকের বিশাল খণ্ডকে টেকটোনিক ফল্ট বলা হয়। আর দুটি টেকটোনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। তুরস্কের পূর্ব আনাতোলিয়ান ফল্টের অবস্থান অ্যারাবিয়ান প্লেট ও আনাতোলিয়ান প্লেটের মাঝে। পূর্ব আনাতোলিয়ান ফল্টকে বহু আগে থেকেই খুবই বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছিলেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।

পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই। বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হতে পারে।

শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের ঘোষণা হিরো আলমের
বগুড়া-৪ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে একটি গাড়ি উপহার দিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমান। উপহার গ্রহণের পর তিনি ঘোষণা দিয়েছেন, গাড়িটি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না; বরং অ্যাম্বুলেন্স হিসেবে সাধারণ মানুষ ব্যবহার করবেন এটি।

আঙুলে অনুভূতি নেই, নিজ হাতে লিখতে পারছেন না রুশদি
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি সেরে উঠছেন। তিনি এখন ভালো আছেন। তবে তিনি নিজ হাতে লিখতে পারছেন না কিংবা কিছু টাইপ করতে পারছেন না। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্কারকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন রুশদি। বুকার পুরস্কারজয়ী এই লেখক গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে হামলার শিকার হন। নিউইয়র্কে একটি অনুষ্ঠানে তাঁকে ১০ থেকে ১৫ বার ছুরিকাঘাত করা হয়। এরপর থেকে বেশ অসুস্থ ছিলেন তিনি।

কড়া নিরাপত্তায় হয়ে গেল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন প্রেম করার পর আজ বিকেলে রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্যালেস সম্পন্ন হয় তাঁদের বিয়ে। কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া ক্রিকেটের জন্যই ভালো
এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক পাকিস্তান। কিন্তু এ নিয়ে বিতর্ক তুঙ্গে। ভারত কিছুতেই পাকিস্তানে দল পাঠাবে না। পাকিস্তানও এশিয়া কাপের ভেন্যু অন্য কোথাও সরে যাওয়া মানবে না। পাকিস্তানে এশিয়া কাপ না হলে ভারতে এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দল পাঠাবে না বলে হুমকি দিয়েছে।

পাকিস্তানের দুর্দশার বড় দায় পারভেজ মোশাররফের
১৯৯৮ সালের অক্টোবর। নওয়াজ শরিফের দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রিত্বকাল চলছে। সেনাপ্রধান জেনারেল জাহাঙ্গীর কারামতকে অপসারণের মাধ্যমে সাময়িক একটা বিজয় পেলেন নওয়াজ। রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিরোধের জেরে সেনাপ্রধানকে সরিয়েছিলেন তিনি। কিন্তু এটি ছিল নওয়াজের জন্য ভাগ্যনির্ধারক এক সিদ্ধান্ত। দুজন জ্যেষ্ঠ জেনারেলকে সরিয়ে পারভেজ মোশাররফকে সেনাপ্রধান নিয়োগ দিলেন নওয়াজ।
প্রথমআলো