Home জাতীয় শ্রীমঙ্গলে রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়

শ্রীমঙ্গলে রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়

36

সৈয়দা হাজেরা সুলতানা শানজিদা, বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

অপরাজিতা’র নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ওয়াচ, রূপান্তর, খান ফাউন্ডেশন ও প্রিপ ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কৃষি অফিসের হলরুমে কালীঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ববিতা তাঁতীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অপরাজিতা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মর্জিনা আক্তারের উপস্থাপনায় ও উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা পারভীনের সহযোগিতায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান; বাংলাদেশ নারী মুক্তি সংসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি হাজেরা খাতুন, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি সংসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিতালী দাশ, নারী মুক্তি সংসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি খোদেজা বিবি, মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সদস্য রিনা সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড জলি পাল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মৌ দেব ও সাধারণ সম্পাদক প্রিয়াসা ঘোষ, কমিউনিস্ট পার্টির নারী সেলের সদস্য বিউটি আক্তার, আওয়ামী লীগের সদস্য এলিনা রহমান কাকলী সহ অন্যান্যরা।

এতে অপরাজিতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যগণ যথাক্রমে শ্রীমঙ্গল ইউনিয়নের সুমী, ফিরোজা বেগম ও মাজেদা বিবি; মির্জাপুর ইউনিয়নের জাহানারা, কালীঘাট ইউনিয়নের শাহানা আক্তার, তছলিমা ও গায়ত্রী গোয়ালা; রাজঘাট ইউনিয়নের প্রতিমা দাশ, রিষদ, রত্না রানী বিশ্বাস, অানোয়ারা খাতুন; ভূনবীর ইউনিয়নের সুকৃতি রানী সরকার, মিনারা বেগম ও রুবিনা; কালাপুর ইউনিয়নের তছলিমা আক্তার ও হোছনা বেগম; আশীদ্রোন ইউনিয়নের জোছনা বেগম, হাসনা বেগম ও রুবিনা প্রমূখ।