Home জাতীয় নালিতাবাড়ীতে বিদ্যালয় বিহীন গ্রামে ১২ বছর যাবত অবহেলিত আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

নালিতাবাড়ীতে বিদ্যালয় বিহীন গ্রামে ১২ বছর যাবত অবহেলিত আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

41

আনিছ আহমেদ( শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৮ নং রুপনারায়ণ কুড়া ইউনিয়নের আয়নাতলী গ্রামের আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১২ বছর যাবত অবহেলিত।

আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন সভাপতি তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার অবঃপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মাওলানা মোঃ জমশেদ আলী বলেন,আমি এই আয়নাতলী গ্রামে অনেক বছর যাবত বসবাস করে আসছি।অত্র এলাকার বেশিরভাগ মানুষ অশিক্ষিত। যার কারণে আমাদের এলাকায় বাল্যবিবাহ, চুরি,শিশুশ্রম,ডাকাতি,মারামারি,হানাহানি সহ নানান প্রকার অসামাজিক কার্যকলাপ দেখে আসছি।তিনি বলেন আমি অনেক চিন্তা করে দেখলাম এসব অসামাজিক কার্যকলাপ কিভাবে দূর করা যায়।তখনি আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা করি।তখন আলোচনায় যে সকল ব্যক্তিবর্গ ছিলেন সবাই একবাক্যে বললেন আমাদের এলাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই তাই নিয়মিত নানান প্রকার অসামাজিক কার্যকলাপে লোকজন লিপ্ত হয়।তাই আমাদের আয়নাতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করতে হবে।সেই আলোচনার ভিত্তিতে আমরা সবাই মিলে আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি তৈরি করি । তাই এলাকাবাসীর দাবি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করে, এই গ্রামের অবহেলিত শিক্ষা থেকে বঞ্চিত ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে লাগানোর জন্য দাবি জানাচ্ছি। হালুয়াঘাটের আচকি পাড়া আধিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি মৌলভী মোঃ সাইফুল ইসলাম বলেন, মোহাম্মদ আলী আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনার সহকারী শিক্ষকদের নিয়ে বহু বছর যাবত বিনাবেতনে শিক্ষা প্রদান করে আসছে।আমি মনে করি সরকার তাদের কে ব্যাপকভাবে অবহেলিত করে রেখেছেন।তিনি আরও বলেন উপজেলা শিক্ষা কর্মকর্তাদের উচিত এই গ্রামে এসে পরিদর্শন করে তাদের শিক্ষা অধিদপ্তরে চিঠি করা।তাই আমি মাননীয় শিক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোরালো দাবি জানাচ্ছি দ্রুতগতিতে আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিবেন এবং শিক্ষকদের বেতনের ব্যবস্থা করে দিয়ে তাদের পরিবারের সকলের মুখে হাসি ফুটাবেন।
এলাকাবাসীর পক্ষে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,প্রতিষ্ঠা কালীন সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কাশেম,অবঃপ্রাপ্ত সহ সুপার মরিচ পুরান দাখিল মাদ্রাসা,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী বৃন্দ।তারা সকলেই একযোগে বলেন সরকার যেনো অতিদ্রুতই আয়নাতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে আমাদের এলাকার কোমলমতি শিশুদের শিক্ষার ব্যবস্থা করে দেন।যাতে করে এসব শিশুদের আর ৪-৫ কিলোমিটার দূরে হেটে স্কুলে যেতে না হয়।