Home রাজনীতি শয়তানদের দল ও এলাকা থেকে বের করে দিতে হবে–ইনু

শয়তানদের দল ও এলাকা থেকে বের করে দিতে হবে–ইনু

35

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, দেশের প্রতিটি গ্রাম-পাড়া-মহল্লায় সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রাথমিক দায়িত্ব স্থানীয় রাজনৈতিক কর্মীদের। রাজনৈতিক কর্মীদের সবার আগে মানবিক, দেশপ্রেমিক, শান্তিবাদী, অসাম্প্রদায়িক হতে হবে। তিনি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস, হিন্দুদের উপর হামলার অভিজ্ঞতা টেনে এনে বলেন, যে রাজনৈতিক নেতা-কর্মীদের নজর টেন্ডারবাক্সের দিকে, দখলবাজী-দুর্নীতি-লুটপাট করে টাকা কামাইয়ের দিকে সেই রাজনৈতিক নেতা-কর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ায়নি বরং ক্ষেত্রবিশেষে এ ধরণের লুটেরা দুর্নীতিবাজ দখলবাজ রাজনৈতিক নেতা কর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাসী ও ধর্মান্ধ জঙ্গীদের সাথে হাত মিলিয়েছে। জনাব ইনু বলেন, রাজনৈতিক দলের মধ্যে ঘাঁটিগেড়ে বসা সাম্প্রদায়িক ধর্মান্ধ দুর্নীতিবাজ লুটেরা শয়তানদের রাজনৈতিক দল থেকে বের করে দিতে হবে। কোনো রাজনৈতিক দলই শয়তানের ঘাঁটি হতে পারে না। নেতা নামধারী দুর্নীতিবাজ লুটেরা ধর্মান্ধ সাম্প্রদায়িক শয়তানদের রাজনৈতিক দল ও এলাকা থেকে বিতারণ করতে দল মত নির্বিশেষে শান্তিপ্রিয়, সৎ, মানবিক, দেশপ্রেমিক রাজনৈতিক নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

জনাব হাসানুল হক ইনু এমপি আজ ২০ অক্টোবর বুধবার সকাল ১১ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঢাকাস্থ শ্রমজীবী-পেশাজীবী মানুষের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বহালবাড়িয়া কর্মজীবী-শ্রমজীবি সংগঠন, ঢাকার নেতা জনাব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঢাকাস্থ শ্রমজীবী-কর্মজীবী সংগঠনের নেতা সর্বজনাব আজিবার আলী, সেলিম আহমেদ, মঞ্জুর রহমান প্রমূখ।