Home সাহিত্য ও বিনোদন শোকাবহ আগস্ট মাসে শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু

শোকাবহ আগস্ট মাসে শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু

59

স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগষ্ট উপলক্ষে মাসব্যাপী ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়েছে। মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন ১ আগষ্ট সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ২০৮টি শিল্পকর্ম স্থান পায়। এদের মধ্যে ভাষা আন্দোলনের উপর সৃজনকৃত শিল্পকর্ম ৩৭ টি; মহান মুক্তিযুদ্ধের উপর ৫০টি এবং ১২১ জন বরেণ্য, বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল শিল্পীর ‘বঙ্গবন্ধু: স্বাধীনতার মৃত্যুঞ্জয়ী কবি শিরোনামে আর্টক্যাম্পে বঙ্গবন্ধৃর উপর সৃজনকৃত ১২১ টি শিল্পকর্ম স্থান পায়।

অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য শিল্পী হাশেম খান এবং একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের ১ নং গ্যালারীতে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।