Home সারাদেশ শেরপুরে জোরপূর্বক এক অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ।

শেরপুরে জোরপূর্বক এক অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ।

74

জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের সদর উপজেলার ১১ নং বলাইরচর ইউনিয়নের চকসাহবব্দী পাগলা পাড়া গ্রামের নিরীহ অসহায় অহেজ উদ্দিনের ঘর ভেঙ্গে চুরমার করে জমি দখল করে নিয়েছেন চকসাহবব্দীর মেম্বার প্রভাবশালী সারোয়ার জাহান নাছির। ভুক্তভোগী অহেজ উদ্দিন ও তার পরিবার সাংবাদিককে জানান, মেম্বার সারোয়ার জাহান নাছির এবং তার সন্রাসী বাহীনি দিয়ে ঘর ও বাড়ির চারপাশে লাগানো কাঠের চারাগাছ ভেঙে নষ্ট করে ফেলেছে। ঘটনাটি ঘটে ৩০/০৮/২০২২ইং তারিখে মঙ্গলবার।বাড়ীঘর রক্ষার জন্য অহেজ উদ্দিন তার স্ত্রীর ও ছেলে এরশাদ বাঁধা দিতে গেলে তারা সন্ত্রাসীদের আঘাতে আহত হন। সন্ত্রাসীরা বলেন অহেজ উদ্দিন বাড়ি ঘর জমি ছেড়ে না গেলে পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ঘটনাস্থল থেকে ভূক্তভোগী অহেজ উদ্দিন তার স্ত্রীর ও ছেলে নিয়ে জীবন বাঁচানোর জন্য ঘটনাস্থল থেকে পালিয়ে জান।ভূক্তভোগী অহেজ উদ্দিনের বড়ছেলে গাজী সাইফুল ইসলাম বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন,বাদী গাজী সাইফুল ইসলাম সাংবাদিককে বলেন থানায় অভিযোগ করেছি দু্ইসাপ্তা অতিক্রম হয়ে গেছে প্রশাসনের হস্তক্ষেপ পাওয়া যাচ্ছে না। কিন্তূ কেন? অভিযোগ কারী বলেন গাজী সাইফুল ইসলাম জানান এলাকায় এমন অবস্থা বিরাজ করছে। মেম্বার সারোয়ার জাহান নাছির ও তার গুন্ডা বাহিনী তার ভাতিজা আবু রায়হান লিটন কুকিল খোরশেদ আলম হানিফ, এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা, বলে অভিযোগ করেছেন মামলার বাদী ভুক্তভোগী অহেজ উদ্দিনের ছেলে গাজী সাইফুল ইসলাম। ভুক্তভোগী অহেজ উদ্দিনের পরিবারের দাবী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, প্রভাবশালী মেম্বার সারোয়ার জাহান নাছির ও তার সন্ত্রাসীদের হাত থেকে তাদের জীবনের নিরাপত্তা, জমি ও ঘর ফিরে পাওয়া জন্য অনুরোধ জানিয়েছেন।