Home সাহিত্য ও বিনোদন শিল্পকলা একাডেমিতে গীতিআলেখ্য উৎসব

শিল্পকলা একাডেমিতে গীতিআলেখ্য উৎসব

36

স্টাফ রিপোটার: ২১ ও ২৬ জুন নতুন নির্মিত ‍৪টি গীতিআলেখ্য পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নবনির্মিত গীতিআলেখ্য হল: চর্যালেখ্য, আবহমান বাংলা (সুর, সংগীত, বাণী), রাগ লহরী এবং লোকনন্দন। ২১ জুন বিশ্ব সংগীত দিবসে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকাল ৫ ও সন্ধ্যা ৭ টায় যথাক্রমে ‘চর্যালেখ্য’ ও ‘আবহমান বাংলা (সুর, সংগীত, বাণী)’ পরিবেশতি হয়। একাডেমির সচিব মো: আছাদুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও সংগীত পরিচালক শামসুল হুদা এবং বিশিষ্ট গবেষক ও সরকারি সংগীত কলেজের অধ্যাপক কমল খালিদ। ‘চর্যালেখ্য’ পরিবেশনায় অংশ নেয় একাডেমির ১০ জন কন্ঠশিল্পী এবং প্রতিশ্রুতিশীল শিল্পীসহ মোট ৩২ শিল্পী। এম আর ওয়াসেক পরিচালিত নৃত্য পরিবেশন করেন নন্দন কলা কেন্দ্র। “আবহমান বাংলা,সুর সংগীত বাণী” পরিবেশনায় অংশ নেয় একাডেমির ১০ জন কন্ঠশিল্পী এবং প্রতিশ্রুতিশীল শিল্পীসহ মোট ৩৪ শিল্পী। নৃত্য পরিবেশন করেন একাডেমির ১৮ জন নৃত্য শিল্পী। আগামী ২৬ জুন রবিবার পরিবেশিত হবে গীতিআলেখ্য ‘রাগ লহরী’ এবং ‘লোকনন্দন’।